বিবিধ
বাংলাদেশের দাবা জগতের উদীয়মান তারকা তাহসিন তাজওয়ার জিয়া
(২ সপ্তাহ আগে) ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১০:১৬ পূর্বাহ্ন
২০০৫ সালে বাংলাদেশের দাবা জগতের উদীয়মান তারকা তাহসিন তাজওয়ার জিয়া জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE) কর্তৃক ফিদে মাস্টার (FM) খেতাবধারী বাংলাদেশি দাবাড়ু। ছোটবেলা থেকেই তার বাবা বাংলাদেশের দাবার বিশিষ্ট ব্যক্তিত্ব গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অনুপ্রেরণায় তাহসিন দাবার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তার দাবার প্রতি অসামান্য নিবেদন তাঁকে সাফল্যের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যায়। তার সর্বোচ্চ ইএলও রেটিং ছিল ২৩৪৫।
২০২২ সালে তাহসিন ও তার বাবা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাবা-ছেলের জুটি হিসেবে চেস অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মঞ্চে তাদের একসাথে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের দাবা ইতিহাসে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে।
২০২৪ সালের জুলাই মাসে দাবা ম্যাচ চলাকালে দুঃখজনকভাবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু হয়। বাবার অকাল প্রয়াণ তাহসিনকে বিশেষভাবে প্রভাবিত করে; ফলে দাবায় এগিয়ে চলার পথে কিছুক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে তার সম্ভাবনা ও অর্জনের প্রতি আস্থা রেখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাহসিনের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি তাহসিনের পেশাগত এবং গ্র্যান্ডমাস্টার হবার ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। সম্ভাবনাময় এই খেলোয়াড়ের স্বপ্ন পূরণের সহযাত্রী হওয়াটা বার্জারের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
তাহসিন তাজওয়ার জিয়ার এই অদম্য যাত্রা দৃঢ়তা ও সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। সব প্রতিকূলতা সত্ত্বেও উচ্চতর দাবা খেতাব অর্জনের লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন একদিন আন্তর্জাতিক মাস্টার (IM) এবং গ্র্যান্ডমাস্টার (GM) হওয়া। তাহসিনের গল্প বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য বিশাল এক অনুপ্রেরণা। তাছাড়া, বার্জারের এই পাশে দাঁড়ানো প্রমাণ করে যে জাতীয় প্রতিভা লালন-পালনে কর্পোরেট সহায়তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bergerbd.com/news-and-events/tahsin-tajwar-zia-berger-paints/