বিনোদন
‘রাজকুমার’-এ অন্য এক রোদেলা
স্টাফ রিপোর্টার
৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারজনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির বড় কন্যা রোদেলা। ছোটবেলা থেকেই মায়ের মতো গানের প্রতি অন্যরকম টান তার। তারই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থাতেই গানে অভিষেক হয় তার। এরপর নিজের মতো করে গান করে গেছেন। গানের স্বতন্ত্র একটি স্টাইল তৈরি করার চেষ্টাও করে যাচ্ছেন রোদেলা। তারই ধারাবাহিকতায় একেবারেই ভিন্নধর্মী রোমান্টিক গান নিয়ে সম্প্রতি হাজির হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। এ গানের অডিওতে তো বটেই ভিডিওতেও অন্য এক রোদেলাকে আবিষ্কার করা গেছে। যেখানে গাইতে গাইতে পারফর্মও করতে দেখা যায় তাকে। করেছেন নাচও। সব মিলিয়ে গানটির প্রশংসা করছেন শ্রোতা-দর্শক। গানটি নিয়ে উচ্ছ্বসিত রোদেলাও। তিনি বলেন, নতুন বছরের শুরুতেই মনের মতো একটি গান প্রকাশ করতে পেরে ভালো লাগছে। গানটি রোমান্টিক হলেও একটা উৎসব ভাব রয়েছে। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার। রোদেলার মা ও কণ্ঠশিল্পী ন্যান্সিও চান, রোদেলা স্বতন্ত্রতা নিয়ে এগিয়ে যাক। এ কারণেই নানা ধরনের গানে মেয়েকে সামনে আনতে চান তিনি।