বিনোদন
আইনি বিপাকে ‘কোল্ড প্লে’
বিনোদন ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারভারতের কনসার্ট ঘিরে এবার আইনি নোটিশ পেলো বৃটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’। চলতি মাসের ২৫-২৬ তারিখ গুজরাটে শো করার কথা তাদের। এর আগেই গায়ক ক্রিস মার্টিনকে নোটিশ দিয়ে গুজরাট প্রশাসন জানায়, শো-তে বাচ্চাদের প্রবেশ নিষিদ্ধ। আয়োজকদের উদ্দেশ্যে নোটিশে বলা হয়, ১২০ ডেসিবলের বেশি শব্দমাত্রা ক্ষতিকর। তাই বাচ্চাদের শ্রবণ নিরাপত্তায় বিষয়টি মাথায় রাখতে হবে। আর নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।