বিনোদন
‘কাস্টিং কাউচ’র শিকার
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫, রবিবারপ্রথম সারির এক দক্ষিণী পরিচালকের বিরুদ্ধে ‘কাস্টিং কাউচ’র অভিযোগ তুললেন অভিনেত্রী উপাসনা সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালকের নাম উল্লেখ না করে তিনি জানান, একদিন রাতে পরিচালক তাকে ফোন করে বলেন, ছবি সংক্রান্ত আলোচনার জন্য হোটেলে আসতে। এরপরই মেজাজ হারান উপাসনা। পরদিন সকালে পরিচালকের অফিসে গিয়ে টানা পাঁচ মিনিট পাঞ্জাবি ভাষায় গালাগাল করেন পরিচালককে।