বিনোদন
তবে কী বদলে যাচ্ছে দিন
ফয়সাল রাব্বিকীন
১ আগস্ট ২০২২, সোমবার
‘হাউজফুল’ শব্দটি অনেকটাই যেন হারিয়ে যেতে বসেছিল। হারিয়ে যেতে বসেছিল হলে বসে দর্শকদের উচ্ছ্বাসের চিত্র কিংবা লাইন ধরে সিনেমার টিকিট কেনার দৃশ্য। স্ত্রী-সন্তান-পরিবার নিয়ে টিকিট কেটে সিনেমা দেখার দিনও প্রায় শেষ হতে বসেছিল। কালেভদ্রে এমন দৃশ্যের দেখা মিলছিলো। আর করোনার ধাক্কায় তো ‘সিনেমার দিন শেষ’- এমন কথাই কেবল শোনা গেছে খোদ চলচ্চিত্র শিল্পের মানুষদের কাছেই! কিন্তু হঠাৎ করেই যেন বদলে গেছে দৃশ্যপট। করোনার ধাক্কা সামলে গত ঈদ থেকেই দর্শক যেন ফিরতে শুরু করেছেন হলে, তাও পরিবার নিয়ে দেখছেন ছবি। সিনেপ্লেক্সগুলোতে টিকিট কাটার দীর্ঘ লাইন। অন্য হলের অবস্থাও একই। ‘হাউজফুল’ শব্দটিও বার বার উচ্চারিত হচ্ছে। তবে কি বদলে যাচ্ছে দিন? চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে শুরু করে দর্শকরাও এর উত্তরে ‘হ্যাঁ’ মিলাচ্ছেন।