বিনোদন
চলে গেলেন নির্মলা মিশ্র
বিনোদন ডেস্ক
১ আগস্ট ২০২২, সোমবার
৮১ বছর বয়সে হৃদরোগে প্রয়াত হলেন বাংলার প্রবাদপ্রতীম সংগীতশিল্পী নির্মলা মিশ্র। ২০১৫ সাল থেকে পক্ষঘাতে অথর্ব ছিলেন। ইদানীং গান গাইতে পারতেন না। তবু তিনি ছিলেন। বাঙালি ভুলতে পারে না তার- ও তোতা পাখিরে অথবা এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না- গান দুটিকে। গতকাল দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। তিনি রেখে গেলেন স্বামী, একমাত্র পুত্র ও পুত্রবধূকে।