বিশ্বজমিন
কমছে গাজার জনসংখ্যা, বাড়ছে ইসরাইলে
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন
ইসরাইলের ক্রমাগত হামলায় গাজায় এক বছরে জনসংখ্যা কমেছে ৬ শতাংশ। অর্থাৎ ২০২৪ সালে উপত্যকাটিতে হ্রাস পেয়েছে ১ লাখ ৬০ হাজার মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ গাজার জনসংখ্যার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (পিসিবিএস)। সংস্থাটি বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা ত্যাগ করেছেন প্রায় ১ লাখ মানুষ। এছাড়া ইসরাইলের ক্রমাগত হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ হাজার ৫৫৩ জন। পিসিবিএস’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, ফিলিস্তিনের পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে- উপযুক্ত স্বাস্থ্য সেবার অভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উপত্যকাটির ৬০ শতাংশ গর্ভবতী নারী। এছাড়া পর্যাপ্ত খাদ্যের অভাবে রয়েছে ৯৬ শতাংশ মানুষ। বর্তমানে গাজার জনসংখ্যা ২১ লাখ। এদের মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় দশ লাখ। পিসিবিএস বলছে উপত্যকাটির মোট জনসংখ্যার ৪৭ শতাংশই শিশু। অন্যদিকে ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) একটি পৃথক প্রতিবেদনে দেখা গেছে দেশটির জনসংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধের ফলে অনেকেই ইসরাইল ত্যাগ করায় জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা ধীরগতি বলে মনে হচ্ছে। যদিও ইসরাইলের দাবি যুদ্ধের ফলে অভিবাসন দেশের জনসংখ্যায় তেমন কোনো প্রভাব ফেলেনি। মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়- ২০২৩ সালের তুলনায় সামান্য হলেও ২০২৪ সালে ইসরাইলের জনসংখ্যা বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে ১.১ শতাংশ। তবে ২০২৪ সালে দেশ ত্যাগের হার আগের বছরের তুলনায় বেশি ছিল। যেখানে আগের বছর ইসরাইল ছেড়েছে ৫৫ হাজার মানুষ, সেখানে চব্বিশ সালে দেশ ত্যাগের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৮২ হাজার ৭০০ তে। তবে গাজার তুলনায় ইসরাইলের জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা স্বাভাবিকই রয়েছে বলে উল্লেখ করেছে সিএনএন।