বিনোদন
মাদককাণ্ডে নাম, যা বললেন তানজিন তিশা
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৩ অপরাহ্ন
সম্প্রতি মাদককাণ্ডে নাম জড়ায় ছোট পর্দার তানজিন তিশাসহ বেশ কজন অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার এই বিষয়ে মুখ খুলেছেন তিশা। সম্প্রতি সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয় নিয়ে তিনি বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই, যে যাচাই-বাছাই না করে, সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না।
অভিনেত্রী আরও বলেন, যাচাই বাছাই না করে কোনো শিল্পীকে নিয়ে সংবাদ পরিবেশন করা উচিৎ নয়। আমাদেরও পরিবার আছে। এ ধরনের সংবাদের কারণে আমাদের পরিবারকে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আমার বাবা বেঁচে নেই। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন এ ধরনের মিথ্যা গুজব সহ্য করতে পারতেন না। এ সময় তিনি তার বাবার উদ্দেশ্যে তার প্রাপ্ত পুরষ্কার উৎসর্গ করে নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান। শনিবার জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
Nobody believe you.
এই যে এতগুলো মানুষ তানজিন তিশার চৌদ্দগুস্টি উদ্ধার করলো যদি সে এগুলো দেখতো তাহলে কি হতো অনুমান করতে পারছি না???????
আহারে, উনি এখনও দুধের বাচ্চা। উনারও পরিবার আছে। দয়া করে উনাকে ফিডার দিন। মাদক জাতীয় কথা বলবেন না। সব শিশুকে হ্যা বলুন। তবে উনি একজন খাট কাপানো শিশু।
ওর রক্তের ডুপ পরীক্ষা করা দরকার
আহহ সাংবাদিক, উনি হলেন একজন সাচ্চা ভাল মানুষ, কামেলা Angel !!
আপনি যখন মদ খেয়ে মাতাল হয়ে লিফটের দুলছিলেন সেই ভিডিও ভাইরাল হবার পর আপনার বাবা কি ভাবে নিয়েছিলেন?
কেনো শিল্পিরা কি দুধে ধোয়া গোলাপ ফুল।
বাবার মান সম্মানের কথা মনে থাকলে মদ খেয়ে মাতলামি করতেন না!
ঘটনা সত্য না হলে মানহানির মামলা দিন, সেটা করছেন না কেন?
আপনার দ্বারা কি সম্ভব আমরা তা ভাল করেই জানি।
আপনার রেকর্ড তো খারাপ। মদ খেয়ে মাতলামীর ভিডিও জনগণ দেখেছে।নষ্টামীর অনেক কিছুই দেশবাসী দেখেছে।তাই সাফাই গাইবেন না।সাংবাদিক রা না জেনে এসব লিখবে না।কারন আইনের শাসন তাদের জন্য ও আছে।আপনি উসশৃংখল মাতাল/ নেশাখোর মহিলা।এতে কোন সন্দেহ নেই