বিনোদন
দীপিকার কাণ্ড!
বিনোদন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারচলতি বছরের ৮ই সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকে আড়ালে মা-মেয়ে। দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা একজোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে মা হওয়ার পরে প্রথম প্রকাশ্যে আসেন দীপিকা। এবার কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন তিনি। তবে একই কাণ্ড ঘটালেন দীপিকা। কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না।
Please don't laugh at people.
এটা কোন খবর হলো?
ইন্ডিয়া খারাপ! তাহলে বলিউড নিয়ে আবার নিউজ কেনো? বাংলাদেশের মৌলবাদীদের বলবো দয়া করে বিষয়টি দেখবেন। কোন ধরনের অশ্লীল ছবি ছাপা, অশ্লীলতা বরদাস্ত করা হবে না