বিনোদন
নারী সহিংসতার বিরুদ্ধে সায়ান
স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারনারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সব সময় সোচ্চার সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রোববার ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক আয়োজনে গাইলেন তিনি। নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে এই আয়োজনে আরও গেয়েছে অনেকে। সায়ান বলেন, এটি আমার প্রাণের কাজ। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। নিপীড়কদের সামাজিকভাবে কোণঠাসা করা দরকার।