বিনোদন
মঞ্চে হঠাৎ মালাইকা
বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারমুম্বইয়ে শনিবার কনসার্টে অংশ নেন ইন্দো-ক্যানাডিয়ান শিল্পী এপি ঢিলোঁ। পাঞ্জাবি গানের সঙ্গে সংগীতায়োজনে পাশ্চাত্যের ছোঁয়ার জন্য পরিচিতি তার। অনুষ্ঠান চলাকালীন তার মঞ্চে হঠাৎ হাজির মালাইকা। গান গাইতে গাইতে মালাইকার চোখে চোখ রাখলেন এপি ঢিলোঁ। তার পরেই উষ্ণ আলিঙ্গন। জানান, মালাইকাই তার জীবনের প্রথম প্রেম।