ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

দিল্লির প্রায় অর্ধশত স্কুলে বোমা হামলার হুমকি

মানবজমিন ডেস্ক

(৭ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রায় অর্ধশত স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। প্রতিটি স্কুলের ই-মেইলে এই হামলার হুমকি দেয় হয় বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিল্লি পুলিশের পিআরও সঞ্জয় ত্যাগী আশ্বস্ত করেছেন যে, তারা স্কুল এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সোচ্চার ভূমিকা পালন করছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, মেইলের সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করতে দ্রুত তদন্ত শুরু করার কথা জানিয়েছেন সঞ্জয়। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লির অন্তত ৪৪টি স্কুলের ইমেইলে বোমা হামলার হুমকি পাঠিয়েছে দুর্বৃত্তরা। যার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল আছে। পুলিশ এই তথ্য নিশ্চিত হওয়ার পরপরই শিশুদের নিরাপদে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

দুর্বৃত্তদের পাঠানো ই-মেইলের একটি কপি যাচাই করেছে এনডিটিভি। যেটি স্থানীয় সময় রোববার সাড়ে ১১টার দিকে পাঠানো হয়েছিল। মেইলটিতে দাবি করা হয়েছে যে, স্কুলের ভবনে একাধিক বোমা রাখা হয়েছে। এই বোমাগুলো ছোট এবং গোপন স্থানে স্থাপন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয় করার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে ৩০ হাজার ডলার দাবি করেছে মেইলের প্রেরক। তিনি লিখেছেন, বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর ঝুঁকিতে রয়েছেন। আইপি ঠিকানার বিষয়ে অনুসন্ধানের পাশাপাশি হুমকিদাতাকে খুঁজছে দিল্লি পুলিশ। সোমবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছে যখন সতর্কবার্তাটি আসে, তখন প্রাঙ্গণে স্কুল বাস আসছিল, অভিভাবকরা তাদের সন্তানদের নামিয়ে দিচ্ছিলেন, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে। এরপর স্কুলে পৌঁছায় ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশ সহ দমকল কর্মীরা। তারা সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করেছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি স্কুলে এমন হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status