বিনোদন
ফারুকীর নির্মাণে মারজুক রাসেল
স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২৪, রবিবারদীর্ঘদিন পর মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় পর্দায় ফিরছেন অভিনেতা-কবি-গীতিকার মারজুক রাসেল। ফারুকীর নতুন নির্মাণ ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এ দেখা যাবে তাকে। ২০০৭-৮ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে নির্মিত হয়েছিল লুৎফর রহমান জর্জ ও মোশাররফ করিম অভিনীত টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’। প্রায় ১৬ বছর পর একই রেশ ধরে নির্মিত হচ্ছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’। যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। যেখানে জর্জ ও মোশাররফ করিমের বদলে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন নাসির উদ্দিন খান ও মারজুক রাসেল। ইতিমধ্যে এই ধারাবাহিকের ট্রেলার প্রকাশ পেয়েছে। ৩ মিনিট ৬ সেকেন্ডের সেই ট্রেলার প্রকাশের পর বিনোদন আঙিনা ও সামাজিক মাধ্যমে নানা বিশ্লেষণ ও আলোচনা শুরু হয়েছে। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবারো এক হলেন দুই সারথি- মোস্তফা সরয়ার ফারুকী ও মারজুক রাসেল। ক্যারিয়ারের শুরু থেকে চূড়ায় পৌঁছানো পর্যন্ত তারা ছিলেন একে-অপরের ছায়াসঙ্গী। মাঝে সেই পথ দু’দিকে বেঁকে গেলেও ফের ‘৮৪০’ দিয়ে ফারুকীর বড় ফ্রেমে ঢুকলেন মারজুক।