বিনোদন
যেমন আছেন হৃদরোগে আক্রান্ত তপন চৌধুরী
স্টাফ রিপোর্টার
২ ডিসেম্বর ২০২৪, সোমবারসম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই কানাডায় থাকেন তপন চৌধুরী। দেশের বাইরে থাকলেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন তিনি। জানা যায়, কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। দিনাত জাহান মুন্নী বলেন, কয়েকদিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউ ইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরণাপন্ন হন। ২৬শে নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দু’টি ব্লক ধরা পড়েছে। পরদিন দু’টি রিং পরানো হয়। এরপর দু’দিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অসাধারণ সব গান গেয়ে তপন চৌধুরী জায়গা করে নিয়েছেন সব বয়সী শ্রোতার মনে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’।
my favorite singer is tapan da. god bless him.
Duita noy , akta ring lagano hoeche bondhu Tapan Chowdhurir hearter dhomonite.