বিনোদন
হঠাৎ বিয়ের খবর দিলেন কেয়া
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৪, শনিবারহঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিলেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ২৮শে নভেম্বর বিয়ে করেছেন তিনি। এদিন রাতেই বিয়ের খবর জানান এ নায়িকা। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। তার বরের নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। তাই সেভাবে কাউকে জানাতে পারিনি। আমার মা ও বোন অসুস্থ অনেকদিন ধরে। যে কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা করতে হয়েছে। পরবর্তীতে বড় আয়োজনে অনুষ্ঠানের ইচ্ছা আছে। কেয়া বলেন, বিয়ে জীবনের একটা বড় ও গুরুত্বপূর্ণ বিষয়। সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি। প্রসঙ্গত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা অনেক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো নায়কদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন। তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারো পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা।