বিশ্বজমিন
অস্ট্রেলিয়ায় ৭০ শিশুকে যৌন হয়রানির অপরাধে একজনের যাবজ্জীবন
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার সাবেক এক চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৭০ শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্যতম একজন পেডোফাইল (শিশুদের প্রতি যৌন আকর্ষণ) হিসেবে অভিহিত করা হয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে সাজা পাওয়া ওই ব্যক্তির নাম অ্যাশলে পল গ্রিফিথ। ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের একটি চাইল্ড কেয়ারে কাজ করেছেন ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি। এ সময়ের মধ্যে তিনি ওই চাইল্ড কেয়ারে সংঘটিত ৩০৭টি অভিযোগের কথা স্বীকার করেছেন। তার হাতে নির্যাতিত বেশিরভাগ শিশুর বয়স এক থেকে সাত বছর। চাঞ্চল্যকর এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, শিশুদের সঙ্গে হওয়া এই অপরাধের মাত্র ও প্রকৃতিকে ‘ভয়ংকর অপরাধ’ বলে অভিহিত করেছেন বিচারক পল স্মিথ। বলেন, এই কাজ সুস্পষ্ট ‘বিশ্বাসের উল্লেখযোগ্য লঙ্ঘন’। এই মামলা ছাড়াও গ্রিফিথের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলস এবং ইতালিতে দুই ডজনের বেশি শিশুকে নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিসবেনের জেলা আদালতের বিচারক স্মিথ শুক্রবার বলেছেন, একজন পেডোফিলিক ডিসঅর্ডারে আক্রান্ত অপরাধী হিসেবে গ্রিফিথের কথা শুনেছে আদালত। তার মধ্যে পুনরায় এই অপরাধ সংঘটিত করার উচ্চ প্রবণতা ছিল। এতে গ্রিফিথকে কমপক্ষে ২৭ বছরের অজামিনযোগ্য কারাদণ্ড দেয়া হয়েছে।
২০২২ সালের আগস্টে গ্রিফিথকে গ্রেপ্তার করে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। তখন তার বিরুদ্ধে ১৬০০টির বেশি শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। যদিও শেষ পর্যন্ত বেশির ভাগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তার অপরাধের বেশ কিছু ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে তদন্তকারী পুলিশ। এই ছবি বা ভিডিও নিজেই ধারণ করে ডার্ক ওয়েবে প্রচার করতেন গ্রিফিথ। ভিডিওগুলো থেকে মুখের অবয়ব কেটে তা আপলোড করতেন তিনি। কিন্তু ভিডিওতে দেখানো বিছানার চাদর এবং আশপাশের কিছু চিত্র দেখে গ্রিফিথকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশের তদন্তকারী টিম। তারা নিশ্চিত হয়েছে যে, এসব ভিডিও কুইন্সল্যান্ডের চাইল্ড কেয়ারে ধারণ করা হয়েছে।
২৮টি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন গ্রিফিথ। এছাড়া তার বিরুদ্ধে শিশুদের সঙ্গে অশোভন আচরণ ও তাদের নির্যাতনের বেশ কয়েকটি অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ওই চাইল্ড কেয়ারে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুরা অবস্থান করে। তার মধ্যে পিসা, ইটালির চার শিশুর সাথে অপ্রীতিকর আচরণ করেছেন গ্রিফিথ। এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে আসা আরও ৬৫ শিশুকে যৌন হয়রানি করেন তিনি।
বিশ্বাস করাই কঠিন। এমন কখনোই হতে পারে না। তাও শিশু নিয়ে।