ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

টরন্টোতে প্রথমবারের মতো এক মঞ্চে বাবনা, চন্দন, শূন্য ও রাজীব চৌধুরি!

(১ মাস আগে) ২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ৪:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩২ অপরাহ্ন

mzamin

আগামী ১ ডিসেম্বর টরন্টোতে বাংলা গানের অসাধারণ এক কনসার্ট হতে যাচ্ছে। মার্কহ্যামের ‘পিপলস থিয়েটার অফ পারফর্মিং আর্টস’ অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম Nostalgia_Unplugged. 

কনসার্টে প্রথমবারের মত বাংলা ব্যান্ড মিউজিক জগতের দুই কিংবদন্তী – ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের বাবনা করিম এবং ‘উইনিং’ ব্যান্ডের চন্দন একসাথে অংশগ্রহণ করছেন। বাবনা জানান - "অনেক দিন ধরে চন্দন আর আমি প্ল্যান করছিলাম একটা আনপ্লাগড শো করার, যেখানে আমরা মিলে-মিশে প্রিয় সব গান করবো। টরন্টোর সঙ্গীতপ্রেমী দর্শক-শ্রোতাদের অনেক সুনাম শুনেছি। তাই টরন্টোতে এই কনসার্টটা করতে যাচ্ছি বলে আমিও ভীষণ এক্সাইটেড।" 

নস্টালজিয়া_আনপ্লাগড-এ স্টেজ মাতাতে আরো থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড ‘শূন্য’ আর টরন্টোর আলোড়ন জাগানো শিল্পী রাজীব চৌধুরী। ‘শূন্য'র ভোকাল এমিল জানিয়েছেন, "শূন্য একদম নতুনভাবে, নতুন কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে হাজির হবে এই কনসার্টে। শূন্যকে এভাবে হয়তো আগে কেউ কখনো দেখেনি।" 

টরন্টোতে অঞ্জন দত্তের সাথে সফল কনসার্টের পর রাজীব চৌধুরি সাম্প্রতিক সময়ে কানাডিয়ান ভারতীয় এবং বাংলাদেশী সংগীতপ্রেমীদের মধ্যে এক জনপ্রিয় নাম। এই কনসার্টে রা‌‌জীবের উপস্থিতি পুরো আয়োজনে অতীত ও বর্তমানের মধ্যে এক চমৎকার মিউজিক্যাল ফিউশন তৈরি করবে। বাংলাদেশী সংগীতের ঐতিহ্য উদযাপনে বাবনা, চন্দন এবং শূন্যের সাথে তিনিও যোগ দিচ্ছেন এই কনসার্টে।

কনসার্টে মিউজিশিয়ানদের মধ্যে থাকছে পার্কেশনে রাজীব আর সজীব, গিটারে অর্ণব, বেইজ গিটারে পল এবং কিবোর্ডে নিউ ইয়র্ক থেকে আসা রাজীব রহমান।

ইতোমধ্যে কনসার্টের প্রায় অর্ধেক টিকেট বিক্রি হয়ে গেছে। এ প্রসঙ্গে আয়োজক ‘সাউন্ড অফ মিউজিক টরন্টো’র অন্যতম কর্ণধার রাজিয়া সুলতানা শুক্তি জানান, "আমরা সবসময় চেষ্টা করি টরন্টোর বাংলা গানপ্রেমি মানুষদের নতুন এবং মানসম্মত কিছু উপহার দিতে। তাই আমাদের শো সবসময় পুরাপুরি সোল্ড আউট থাকে এবং দর্শকরা মন ভরে অনুষ্ঠান উপভোগ করে। এবারের লাইন আপ, ভেন্যু, সাউন্ড - সবকিছু নিয়ে আমরা ভীষণ আশাবাদী। টরন্টোবাসী শীতের শুরুতে একটি অসাধারণ অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছে।"    

দেশ থেকে ১৩ হাজার কিলোমিটার দূরের টরন্টোবাসীরাও অধীর অপেক্ষায় প্রহর গুনছে গরম চায়ের ধোঁয়ার সাথে ‘অবাক ভালোবাসা’, ‘হৃদয় জুড়ে’ আর ‘শোনো মহাজন’ এ গলা মিলিয়ে স্মৃতির পাতায় ঘুরে আসতে। 


 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status