বিনোদন
মাহি-সোহেলের ‘ফারামগেট’
স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবাররাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। এবার এই এলাকা নিয়ে নাটক নির্মাণ করেছেন নির্মাতা রাশেদ কবীর রিমন। নাটকের নাম ‘ফারামগেট’। এতে অভিনয় করেছেন হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তার সঙ্গে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল। নাটকটি আগামী ১৫ই নভেম্বর দেশীয় ওটিটি প্ল্যাটফরম ‘বঙ্গ’তে মুক্তি পাবে।