ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

মধ্যমণি যখন শাকিব খান

স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবার
mzamin

সোমবার সন্ধ্যায় একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়েছে ওপার বাংলার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। যার মধ্যদিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো দুই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। ‘এইট্টিন অন স্ক্রিন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। জমকালো আয়োজনের মধ্যে কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টালিউডের নামজাদা তারকাদের সঙ্গে অংশ নেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বইয়ে ‘বরবাদ’ ছবির শুটিংয়ের মাঝেই এক রাতের জন্য কলকাতায় উড়ে যান তিনি। এ সময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অণির্বান, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। এতসব তারকার ভিড়ে মধ্যমণি হয়েছিলেন শাকিব খান। অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি যৌথ প্রযোজনা নিয়ে আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে  আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়। এরপরই মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে তিনি বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status