ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

আরও মনোযোগী তানিয়া বৃষ্টি

স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবার
mzamin

হাল সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে কাজ করে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। মোশাররফ করিম থেকে শুরু করে চলতি প্রজন্মের অভিনেতাদের সঙ্গে নিয়মিত কাজ করছেন। এসব নাটকে নানা রূপে নিজেকে তুলে ধরছেন এই অভিনেত্রী। শোবিজে তার শুরুটা হয়েছিল ২০১২ সালে ভিট চ্যানেল আই প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্যদিয়ে। এরপর কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপনে। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে খুব একটা সুবিধা করতে না পেরে পরবর্তীতে নাটকে মনোযোগী হন তানিয়া। সফলতা পান এ মাধ্যমে। বর্তমানে চুটিয়ে কাজ করছেন তিনি। মাসের বেশির ভাগ সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। তার অভিনীত নাটকগুলো ইউটিউব ট্রেন্ডিংয়েও থাকছে। নাটকে কাজ নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, গল্প এবং চরিত্রের প্রতি এখন আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছি। আগে তো আমার নিজের গল্প ভালো লাগতে হবে, তারপর চরিত্র। এরপর সবমিলিয়ে ব্যাটে-বলে মিলে গেলে কাজ করি। সহশিল্পীদের নিয়ে অভিনেত্রী বলেন, আমার কাছে মনে হয়, আমরা একটি পরিবারের মধ্যে বসবাস করি। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমরা একেক সময় একেকজনের সঙ্গে কাজ করি। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা আত্মার। যে কারণে আমরা ভালো গল্প পেলে আলোচনা করি, প্রয়োজনে গল্প ঠিকঠাক করেও আমরা কাজ করি। কারণ দর্শককে আমরা ভালো গল্প উপহার দেয়ার চেষ্টা করি।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status