বিনোদন
নয়া চমক নিয়ে পূজা
স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবারটিভি অনুষ্ঠান, নতুন গান ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পাশাপাশি করছেন প্লে-ব্যাকও। ক’দিন আগেই ‘অমানুষ’ সিনেমায় তার গাওয়া ‘তুই ছাড়া’ শিরোনামের গান প্রকাশ হয়েছে। এর বাইরে আরও একাধিক সিনেমায় তার গাওয়া গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। এদিকে পূজা ও কাজী শুভর গাওয়া বেশকিছু গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় তারা আসছেন নতুন গান নিয়ে। এরইমধ্যে রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। পূজা বলেন, বেশকিছু নতুন গান তৈরি হয়ে আছে। এরমধ্যে সলো গান যেমন রয়েছে তেমনি দ্বৈত কণ্ঠের গানও রয়েছে। সবশেষ কাজী শুভ ভাইয়ের সঙ্গে অনেক দিন পর একটি কাজ হলো। খুব অন্যরকম কথা-সুরের এ গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এদিকে এর বাইরে নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির হবেন পূজা। তবে সে বিষয়ে এখনই বলতে চাচ্ছেন না তিনি। পূজা বলেন, আমার খুব পছন্দের একটি কাজ নতুন বছর উপলক্ষে প্রকাশের ইচ্ছা রয়েছে। এরইমধ্যে সবকিছু পাকাপাকি হচ্ছে। তবে এ বিষয়ে আরও কিছুদিন পর জানাতে চাই। শ্রোতা-দর্শকদের জন্য চমক হিসেবে থাকুক।