বিনোদন
আসছে ‘সিং ইজ কিং’র সিক্যুয়েল
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, বুধবার২০০৮ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘সিং ইজ কিং’! ১৫ বছর পর এবার আসতে চলেছে এই সিনেমার সিক্যুয়েল। প্রযোজক শৈলেন্দ্র সিং জানান, এবার অক্ষয় কুমারকে বাদ দিয়েই সিনেমার শুটিংয়ে নামতে চান তিনি। সিনেমার সম্ভাব্য দু’টি নামও জানিয়েছেন তিনি। ‘সিং ইজ কিং টু’ এবং ‘সিং ইজ কিং রিটার্নস’। আগামী বছরের শেষদিকে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করছেন তারা।