বিনোদন
কনসার্টে ফিরছেন সায়ান
স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবারপ্রায় দুই বছর পর একক কনসার্টে ফিরছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। আগামী ২২শে নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনে গাইবেন তিনি। কনসার্টটির আয়োজন করবে আজব কারখানা। গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছেন সায়ান। এর ভেতর দেশে আর কোনো একক শো করেননি তিনি।