বিনোদন
সাত দিনের কমিশনার নিলয়
স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৪, বুধবারনির্মিত হয়েছে ইমরাউল রাফাতের চিত্রনাট্যে একক নাটক ‘সাত দিনের কমিশনার’। সজীব খানের গল্প, রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। গল্পে দেখা যায়, এলাকার দায়িত্বে থাকা কমিশনারকে চ্যালেঞ্জ দিয়ে নিলয় নতুন কমিশনারের দায়িত্ব নেন। এরপর ঘটতে থাকে নানান ঘটনা। নাটকটি ইতিমধ্যে এলবিসি এন্টারটেইনমেন্টে প্রকাশ পেয়েছে।