ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ক্যাপিটলে দাঙ্গা: ট্রাম্প কি তাদের ক্ষমা করবেন

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে ডেরিক ইভান্সের সন্তুষ্টিটা একটু বেশিই। তিনি আশা করছেন ২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গায় অংশ নেয়ার কারণে অভিযুক্ত হওয়া থেকে তাকে ক্ষমা করবেন ট্রাম্প। ২০২১ সালে ক্যাপিটল হিলে তিনি এবং কমপক্ষে দুই হাজার সমর্থক যখন দাঙ্গা চালিয়েছিলেন তখন তিনি ছিলেন ওয়েস্ট ভার্জিনিয়ার একজন আইনপ্রণেতা। এবার তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বলেছেন, ক্ষমার মধ্য দিয়ে জীবন পরিবর্তন হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফল উল্টে দেয়ার চেষ্টায় ৬ই জানুয়ারি ওই দাঙ্গা করা হয়েছিল। ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ফলকে তারা উল্টে দিয়ে ট্রাম্পকে জয়ী করতে চেয়েছিলেন। এই বিষয়ে তিনি প্রসিকিউটরদের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছেন। তাতে বলা হয়, তিনি গণবিশৃংখলা সৃষ্টির জন্য দায়ী এবং ২০২২ সালে ফেডারেল জেলে তিন মাস জেল খেটেছেন।

ওদিকে এবার নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বার বার বলেছেন, তিনি ২০২১ সালের দাঙ্গায় জড়িতদের সবাইকে ক্ষমা করে দেবেন। এসব মানুষের সবাইকে তিনি দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেন। বলেন তারা রাজনৈতিক বন্দি। কিন্তু এখন কথা হচ্ছে কে তাদেরকে ক্ষমা করবেন এবং কখন করছেন তা এখনও এক বড় প্রশ্ন। ওদিকে ইভান্স বিবিসিকে ট্রাম্পের উদ্দেশে বলেছেন, আমি বিশ্বাস করি তিনি তার কথা রাখবেন। মার্চে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আবার তিনি প্রেসিডেন্ট হলেই প্রথম কাজ হবে অন্যায়ভাবে ৬ই  জানুয়ারির ঘটনায় জিমিদের মুক্ত করা। জুলাইয়ে তিনি শিকাগোতে ন্যাশনাল এসোসিয়েশন অব ব্লাক জার্নালিস্ট ফোরামে বার বার এ প্রতিশ্রুতি দিয়েছেন। ইভান্স বলেন, অবশ্যই তিনি বলেছেন। তিনি বলেছেন যে, যদি তারা নিরপরাধ হয় তাহলে তাদেরকে আমি ক্ষমা করে দেব। কিন্তু তিনি গড়ে সবাইকে ক্ষমা করে দেয়ার প্রস্তাব থেকে সরে এসেছেন। এবার ট্রাম্প বলেছেন, আমি তাদের অনেককে ক্ষমা করে দেবো। আমি সবার কথা বলিনি। বলেছি তাদের কিছু সংখ্যকের কথা। সম্ভবত তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ট্রাম্পের প্রচারণা টিম এর আগে বলেছে, প্রতিটি আলাদা মামলার মেরিট অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। হোয়াইট হাউসে ট্রাম্প প্রবেশ করার পর এ সিদ্ধান্ত নেয়া হবে। ২০২১ সালের ৬ই জানুয়ারির দাঙ্গা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ফেডারেল তদন্তের অন্যতম। পুলিশ কর্মকর্তাদের অপদস্ত, প্রতিরোধ ও তাদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে প্রায় ৬০০ মানুষকে। এসব মানুষের মধ্যে কিছু সংখ্যককে দীর্ঘ জেল দেয়া হয়েছে। এর মধ্যে আছেন ওথ কিপারস প্রতিষ্ঠাতা স্টেওয়ার্ট রোডস, প্রাউড বয়েসের এনরিক তারিও। তবে তারা ক্যাপিটল হিলের সহিংসতায় নিজেরা অংশগ্রহণ করেননি। পক্ষান্তরে তারা অভিযুক্ত হয়েছেন রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র ও অন্য অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে।

এখনও এ ঘটনায় গ্রেপ্তার অব্যাহত রয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে আপডেট তথ্য দিয়েছে এফবিআই। তাতে বলা হয়েছে, ওই দিন পুলিশ কর্মকর্তাদের সহিংসভাবে অপদস্ত করার কারণে ৯ সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। আগামী ২০শে জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসের লাইসেন্স পাচ্ছেন ট্রাম্প। তিনি এখনও  ২০২০ সালের নির্বাচনে পরাজয় স্বীকার করেননি। এমনকি তিনি বলেননি, এই তদন্ত অনিশ্চিত হবে। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status