বিনোদন
মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩০ অপরাহ্ন
ছোট পর্দার অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। আজ ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। অবশেষে ক্যানসারের কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজার সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করে মনিরা মিঠু লিখেন, ইন্না লিল্লাহি…রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আবেগঘন হয়ে তিনি লিখেন, আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কি বলে সান্ত্বনা দিব গো।
উল্লেখ্য, আফরোজা হোসেন ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেন।
INNALILILAHE WA INNA ILAIHE REJIUN
তার বিদহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।