বিশ্বজমিন
উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোর সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠতায় রূপ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার প্রকাশিত এক আদেশে জানানো হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে আইন হিসেবে স্বাক্ষর করেছেন তিনি। এই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তুর্ভুক্ত রয়েছে। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। এতে বলা হয়, পিয়ংইয়ং-এর মাটিতে গত জুনে এক শীর্ষ বৈঠকে মিলিত হন পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেসময় তাদের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে সশস্ত্র হামলার ক্ষেত্রে এক পক্ষকে অন্য পক্ষের সহযোগিতার জন্য এগিয়ে আসার কথা বলা হয়। এ সপ্তাহে রুশ সংসদের উচ্চ কক্ষ চুক্তিটি অনুমোদন করে, নিম্নকক্ষ গত মাসেই তা অনুমোদন করেছিল। এই অনুমোদনের বিষয়টিকে পুতিন আইন হিসেবে স্বাক্ষর করেন যা আইনি প্রক্রিয়ার রূপরেখাসহ শনিবার সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রনে পুরো দমে হামলা শুরুর পর এই চুক্তির ফলে মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। তাদের এই সম্পর্ক কখনই ভালো চোখে দেখে না দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র গোষ্ঠী পশ্চিমা ব্লক। তাদের অভিযোগ হচ্ছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্রশস্ত্র দিয়েছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, তারা রাশিয়ার আক্রমনের ক্ষেত্রগুলিতে উত্তর কোরিয়ার অস্ত্রের সন্ধান পেয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বৃহস্পতিবার বলেন, মস্কোতে ১১ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। যাদের কেউ কেউ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা কুরস্কে, কিয়েভ বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে হতাহত হয়েছে। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি মস্কো।