বিনোদন
‘সাংস্কৃতিক আন্দোলন সময় থেকে পুরাপুরি বিচ্ছিন্ন’
স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারকোটা আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও সোশ্যাল মিডিয়ায় নিজের উপলব্ধির কথা নিয়মিত জানাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি তিনি লিখেন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন সময় থেকে পুরাপুরি বিচ্ছিন্ন। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আওয়ামী লীগের বি-টিম হিসেবে খেলতে খেলতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শর্ট ফিল্ম ফোরাম নতুন প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তিনি বলেন, একবার ভাবেন, হিটলারের আমলে কোনো শিল্পী হিটলারের মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ তো দূরের কথা তার গাছের গোড়ায় পানি ঢাললে তাকে ইতিহাস কি হিসেবে বিচার করতো? আপনি আওয়ামী লীগ সমর্থক হতে পারেন, বিএনপি সমর্থক হতে পারেন, কিন্তু শিল্পী হলে কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা, গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ফ্যাসিস্টের পক্ষে কথা বলতে পারেন না, ফ্যাসিজমের পক্ষে সম্মতি উৎপাদন করতে পারেন না। ফারুকী আরও বলেন, রক্তের দাগ এখনো শুকায় নাই, খুনির-লুটপাটকারীর বিচার শুরু হয় নাই, কিন্তু নানা জায়গায় উস্কানি দিয়ে অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে। আপনারা খুনির ফোনালাপ শোনেন। দেখেন সে অনুতপ্ত নাকি আরও খুন করার উস্কানি দিচ্ছে? বিপ্লবের পরে কুলিং পিরিয়ডটা পার হতে দিতে হয়। না হলে এই অবস্থায় আমি লিবারাল ক্রিটিকের স্পেস কীভাবে আশা
করবো?