বিনোদন
নতুন গানে কাজী শুভ-পূজা
স্টাফ রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারদীর্ঘ সময় পর নতুন দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ ও বাঁধন সরকার পূজা। সম্প্রতি গানটির কাজ শেষ হয়েছে। স্নোহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন। সংগীতায়োজনে এম এমপি রনি। আর এর ভিডিও নির্দেশনা দিয়েছেন সৈকত রেজা। দ্রুতই গানটি প্রকাশ পাবে পূজার নিজস্ব ইউটিউব চ্যানেলে।