বিশ্বজমিন
বলিভিয়ার ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে টমেটো ছুড়লো বিরোধী পক্ষ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৭:১৮ অপরাহ্ন
বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট ডেভিড চোকেহুয়াংকার বক্তৃতার সময় তাকে লক্ষ্য করে টমেটো নিক্ষেপ করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। ন্যাশনাল অ্যাসেম্বিলি চলাকালীন সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু। এতে বলা হয়, মোরালেসের জোটসঙ্গী বামপন্থী দল মুভমেন্ট ফর সোশ্যালিজমের (এমএএস) আইন প্রণেতারা ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে টমেটো ছোড়েন। এতে অনুষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে স্টেজ থেকে চোকেহুয়াংকাকে দ্রুত সড়িয়ে নেয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স। মোরালেসের সমর্থকদের দ্বারা সংঘটিত এমন ঘটনাকে তিনি ‘ভ্যান্ডালিজম’ বলে উল্লেখ করেন। বিরোধী শিবিরকে লক্ষ্য করে তিনি বলেন, ‘তারা আবারও প্রমাণ করেছে যে, তাদের সংলাপের কোনো ইচ্ছা নেই। আজ যা ঘটেছে তা বলিভিয়ার জনগণের প্রতিনিধিত্ব করে না।’ এর পালটা প্রতিক্রিয়াও দিয়েছেন বিরোধী দলীয় নেতা মোরালেস। আসলে প্রেসিডেন্ট নিজেই সংলাপে বিশ্বাসী নন বলে দাবি করেছেন তিনি। নিজের বিরুদ্ধে গ্রেপ্তারের আদেশ প্রত্যাহারের দাবিতে টানা ছয় দিনের অনশন শেষ করেছেন মোরালেস। ধর্ষণ, মানবপাচার এবং চোরাকারবারি সহ বেশ কয়েকটি অভিযোগের দায়ে অভিযুক্ত দেশটির সাবেক এই প্রেসিডেন্ট। যার প্রতিবাদে ১১ অক্টোবর থেকে টানা ১৯ দিন ধরে বিক্ষোভ করে আসছে তার সমর্থকরা। তারা বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ এবং মোরালেসের গ্রেপ্তারের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।