বিনোদন
দীপিকা-রণবীরের কন্যাকে নিয়েও ব্যবসার ফন্দি উরফি’র
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন
সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ উরফি জাভেদ। বিভিন্ন ধরনের উদ্ভট পোশাকে রাতারাতি ভাইরাল তিনি। প্রথম দিকে সমালোচকরা তার নিন্দায় মেতেছিলেন ঠিকই, কিন্তু নেটপাড়ায় তার ছবি এড়িয়ে যাবেন, এমন মানুষ কম পাওয়া যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, তার সবচেয়ে পছন্দের অভিনেতা রণবীর সিং। উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য চুরি করতে চান তিনি? জবাবে রণবীরের নাম নেন উরফি। তিনি বলেন, আমি রণবীরকে পছন্দ করি। এখনও একরত্তি মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রণবীর। তাই ওর মুখটা দেখতে চাই। উরফি জানান, তিনি দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি তুলতে চান। তিনি বলেন, আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এই সব বুদ্ধি ভালই আছে।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে তাদের প্রথম সন্তান। কণ্যার এক জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশ্যে আনেন দীপবীর। তবে রণবীরকে উরফির ভাললাগার বিশেষ কারণ রয়েছে। করণ জোহরের অনুষ্ঠান কফি উইথ করণ-এ উরফির প্রশংসা করেছিলেন রণবীর। এমনকি এই নেটপ্রভাবীকে ফ্যাশন আইকন-এর তকমাও দিয়েছিলেন অভিনেতা।
মাত্রাতিরিক্ত গুরুত্বপূর্ণ সংবাদ!
মানষিক প্রতিবন্ধি এই উরফিজাবেদ।