বিনোদন
অন্যরকম প্রেমের গান
স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারজাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ নাটকের আবহ সংগীতের পর ‘তিলোতমা’ ওয়েব ফিকশনে কাজ করেন সংগীত পরিচালক ও গায়ক সৈয়দ নাফিস। সেখানে দুটো গানের সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েও প্রশংসিত হন। এবার নতুন গান নিয়ে হাজির হলেন নাফিস। ‘প্রেমের মতন লাগে’ শিরোনামের এ গানটিতে নাফিসের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন হাল সময়ের মেধাবী গায়িকা মৌমিতা বড়ুয়া। জাহিদ প্রিতমের পরিচালনায় ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ এ ৬ পর্বের সিচুয়েশন কমেডি ‘ফ্রেঞ্জি’ এর প্রথম এ গানটি সম্প্রতি প্রকাশ হয়েছে। ভিন্নধর্মী আয়োজনে গানটির কথা, সুর ও সংগীত করেছেন বরাবরের মতো সৈয়দ নাফিস। এ গান প্রসঙ্গে নাফিস বলেন, আমি স্ক্রিপ্ট এবং ডিরেক্টরস কাট দেখে গান লিখতে বসি। তার আগে হয়তো একটা আদল বানানো থাকে গানের। কিন্তু যখন গানের কথা, সুর, গায়কী, সংগীতায়োজন এবং ফুটেজ- সব মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই পুরো বিষয়টা জীবনের থেকেও বড় মনে হয়। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। মৌমিতা বলেন, একেবারেই আলাদা অনুভূতির একটি ভালোবাসার গান। আমার মনে হয় গানটির কথা, সুর, সংগীত ও দৃশ্যায়ন সবার কাছে অন্যরকম ভালো লাগার হয়ে থাকবে।