বিনোদন
নতুন বছর উপলক্ষে ন্যান্সি’র গান
স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারনতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ‘আবার একবার’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যান্সি বলেন, আসন্ন নতুন বছরের বিশেষ গান, আমার সকল ভক্ত-শ্রোতাদের জন্য উপহার। চেনা ন্যান্সির গানের খানিকটা বাইরে গিয়ে একটা গান, আপনাদের ভালো লাগবে বিশ্বাস করি।