ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

‘সবার মন রক্ষা করার মতো হারকিউলিস আমি না’

স্টাফ রিপোর্টার
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি সরব হচ্ছেন দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে। বিশেষ করে গত সরকারের আমলে বিভিন্ন স্থানে কালো তালিকাভুক্ত ছিলেন এ শিল্পী। এবার অবশ্য স্বাধীনভাবে গান করতে পারছেন, সেটা তিনি নিজেই জানিয়েছেন। এবার মানুষের মন রক্ষা, লাইফস্টাইলসহ নানা বিষয়ে বার্তা দিয়েছেন এ শিল্পী। বরাবরই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আসিফ বলেন, মানুষ দাওয়াত দেয় ভালোবেসে, কেউ আবার দাওয়াত দেয় শোডাউন করার জন্য। একটায় থাকে নিখাদ আন্তরিকতা, আরেকটায় থাকে এক টিকিটে দুই ছবি। আমি চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য, কারও মন ভাঙতে ইচ্ছা করে না। তারপরও সবার মন রক্ষা করার মতো হারকিউলিসও আমি না। ইউরোপ সফরে দাওয়াত নিয়ে খুব বিপদে ছিলাম। বিপি-কোলেস্টোরেল সংশ্লিষ্ট খাবার আমার জন্য সরাসরি বিষ। দাওয়াতে এসব নিষিদ্ধ খাবারই খেতে হয়, একপর্যায়ে মেজাজ খারাপ করে সব দাওয়াত বাতিল করেছি। বলে দিয়েছি, যারা আমাকে দাওয়াত দেয় তারা প্রকারান্তরে আমাকে হত্যা করতে চায়। শৈশবে ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে আমার শারীরিক কন্ডিশন সাধারণের চেয়ে একটু আলাদা, খুব বেছে না চললে বিপি, কোলেস্টোরেল-টিজি আমার শত্রু হয়ে দাঁড়ায়, এখন যেমন দাঁড়িয়েছে। আমার দেশসেরা ডাক্তার বন্ধু সৈয়দ আরিফ বলেছে, খাবার এবং 
মেজাজ নিয়ন্ত্রণ না করতে পারলে আমি মরবো না, প্যারালাইজড হয়ে যাবো, আর ভয়টা এখানেই। এ শিল্পী বলেন, আওয়ামী জাহেলিয়াতের পতনে দীর্ঘদিন পর কাজ করার সুযোগ এসেছে, এখন শুধু কাজ করবো। অনুরোধের আসর চাওয়া-পাওয়া সমাপ্ত হয়েছে, এটা পরিবারসহ সবক্ষেত্রেই প্রযোজ্য। ছোটবেলায় মুরব্বিরা বলতেন- মানুষ না খেয়ে মরে না, খেয়েই মরে। রিচ ফুড জীবন সংহার করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুখের চেয়ে শান্তি ভালো- আমার কাছে মৃত্যু হচ্ছে সুখ, সুস্থতা হচ্ছে শান্তি, বাকি পছন্দ আপনার।

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status