বিনোদন
দীর্ঘদিন পর শুটিংয়ে পূজা
স্টাফ রিপোর্টার
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারদীর্ঘদিন পর নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। তবে সিনেমায় নয়, প্রথমবারের মতো তিনি একটি ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত এখন। রায়হান রাফী পরিচালিত এ সিরিজটির নাম ‘ব্ল্যাকমানি’। প্রযোজনা করছে বঙ্গ। নানারকম রহস্য ও রোমাঞ্চকর ঘটনার মধ্যদিয়ে এ সিরিজের গল্প এগিয়ে যাবে। সিরিজে পূজা চেরি ছাড়াও অভিনয় করছেন নায়ক রুবেল। তিনি প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় পা রাখছেন এর মাধ্যমে। অন্যদিকে এ সিরিজে আরও রয়েছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল প্রমুখ। পূজা চেরি বলেন, সত্যি বলতে অনেকটা সময় পর কাজের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আর রায়হান রাফীর সঙ্গে শুরু থেকেই আমার পথচলা ছিল। তার পরিচালনায় দু’টি সিনেমায় কাজ করেছি। যদিও রাফী এখন তুফানি পরিচালক। সে যে একজনই, সেটা প্রমাণ করেছে তার কাজের মাধ্যমে। পূজা বলেন, খুব ভালোভাবে ‘ব্ল্যাকমানি’র শুটিং হচ্ছে। আমি খুব আশাবাদী সিরিজটি নিয়ে। এর গল্প যেমন ভিন্নধর্মী তেমনি রাফীর পরিচালনায়ও নতুন মাত্রা পাবেন দর্শক। আমি নিজেও শতভাগ দিয়ে কাজের চেষ্টা করছি। আমার বিশ্বাস দর্শকদের খুব ভালো লাগবে। এদিকে পূজা চেরির একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। এর বাইরে আরও কয়েকটি সিনেমায় কাজেরও কথা হচ্ছে তার। ব্যাটে বলে মিলে গেলে করবেন।