বিনোদন
সহসাই ফিরছেন না মৌসুমী
স্টাফ রিপোর্টার
৪ নভেম্বর ২০২৪, সোমবারসহসাই অভিনয়ে ফেরা হচ্ছে না ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা আরিফা জামান মৌসুমীর। কারণ দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকায় থাকছেন। আপাতত দেশে ফেরার সম্ভাবনাও নেই। তাই বড় পর্দায় তার ভক্তরা দেখা পাচ্ছেন না প্রিয় নায়িকার। এদিকে গতকাল মৌসুমীর ৫১তম জন্মদিন ছিল। জন্মদিনও তাই এবারো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই উদ্যাপন করেছেন। তবে চলতি বছর দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই তার। জানা গেছে, গেল বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি মৌসুমীর। আপাতত দেশে ফিরবেন না বলেও জানান এই চিত্রনায়িকা। মূলত স্থায়ী আবাসন গড়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে গিয়ে গ্রিনকার্ডের জন্য আবেদন করেছেন এ নায়িকা। জন্মদিন উপলক্ষে মৌসুমী বলেন, জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা ছিল আমি যেন ঘরে থেকে শুধু তাকেই সময় দেই। তাই মেয়েকেই সময় দিয়েছি। তবে সানী এবং ছেলে
ফারদিনকে ভীষণ মিস করছি। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও বেশি ভালো লাগার হয়ে উঠতো। মৌসুমীর জন্মদিন উপলক্ষে চিত্রনায়ক ওমর সানী বলেন, কাজ শেষ করে দেশে ফিরবেন মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও ভীষণ খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।