বিশ্বজমিন
গাজায় ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু হত্যা করল ইসরাইল
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৩ অপরাহ্ন
ইসরাইলের মুহুর্মুহু হামলায় প্রতিনিয়ত নিহত হচ্ছে গাজার শিশুরা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে গত ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ৫০টির বেশি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, গাজার একটি পোলিও টিকা কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইল। ডব্লিউএইচও-এর তথ্যানুসারে, মানবিক কথা বিবেচনা করে এসব টিকা কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত থাকার কথা থাকলেও তাতে হামলা চালায় ইসরাইল। তাতে কমপক্ষে চার শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গাজায় গত একদিনে ইসরাইলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। গাজার পাশাপাশি লেবাননেও ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। এ পর্যন্ত ইসরাইলের বোমার আঘাতে লেবাননে ২ হাজার ৯৬৮ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ৩১৯ জন। গাজায় হামলার পর থেকেই হামাসের সমর্থনে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়ায় লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ।
Muslims are not directly helping weaker Muslims except some outward words of sympathy. Rather they are aspiring not to lose relationship with US. Palestinians are left to themselves. The situation is 'fight and be killed.'
এসব নির্মম হত্যার দর্শক কারা। কার ঘাড়ে যে কখন বিপদ আসে। শিশু ও মহিলাদের হত্যা করা তাও বিমান থেকে। ২৪ সালের লোমহর্ষক ঘটনা। নিরস্ত্র নিরীহ মানুষদের হত্যা করার এক জ্বলন্ত নজির। পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে বারে বারে এগুলি ভেসে উঠবে। পৃথিবীতে কেউ কি নেই এগুলি বন্ধ করার।
পৃথিবীর সর্বাধুনিক অস্ত্র দিয়ে একজন যোদ্ধা মারার চেয়ে অনেকগুলি শিশু মারা সহজ। কারণ, প্যালেস্টাইনি শিশুদের ক্ষুধার্থ চিৎকারে ইসরায়েলিদের রাতের ঘুম হারাম হয়ে যায়।