বিনোদন
হুমকির মুখে শিল্পকলার নাটক প্রদর্শনী বন্ধ, ক্ষমা চাইলেন মহাপরিচালক
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেশনাটক দলের প্রদর্শনী চলার সময়ে একটি পক্ষের আপত্তির কারণে তা বন্ধ করে দেয়া হয়েছে।
দর্শকদের কাছে ক্ষমা চেয়ে, নাটক বন্ধের নির্দেশ দেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। জাতীয় নাট্যশালার মঞ্চে এ ঘটনা ঘটে। একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, বেশ কিছু উত্তেজিত জনতা জাতীয় নাট্যশালায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। অনেক কথা হয়েছে, উত্তেজিত জনতার সাথে। কিন্তু তারা এ নাটক বন্ধের দাবি জানান। এ সময় দর্শক সারি থেকে সৈয়দ জামিল আহমেদকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়, এভাবে কারও কথা বলার অধিকার বন্ধ করা যাবে কী। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অনেক চেষ্টা করেছি, তাদের বোঝানোর জন্য। এতক্ষণ তাদের সাথে কথার যুদ্ধ করেছি। যদি তারা আগুন ধরিয়ে দেয়, এইজন্য বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশ নাটকের শো বন্ধের দাবিতে বিকাল থেকেই নাট্যশালার মূল ফটকের বাইরে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নামে কিছু মানুষ। নাটকের মাঝামাঝি এসে শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নাটক বন্ধ করে দিতে বলেন। জানা যায়, দেশ নাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় ফেসবুকে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেয়ায় তার প্রতি আন্দোলনকারীরা ক্ষুব্ধ ছিলেন।
বন্ধ করে ভালো কাজ করেছে
শিল্প কলা ও সংস্কৃতিতে ফ্যাসিস্ট ও ভারতীয় দালালে ভরপুর। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
কি বলব,কি হচ্ছে এইসব।এটাই কি চেয়েছিলাম।
......এসব এরিয়াতেই বেশি স্বৈরাচারে দোসরা বেশি আশ্রয় পেয়ে আসছে, অবশ্যই তাদের নির্মূল করতে হবে।
এই জামিল আহমদ শুনেছি সুবিধাজনক লোক নন।সুতরাং তাঁর ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
সৈয়দ জামিল আহমেদ এর অপসারন চাই।
দেশ নাটকের সিনিয়র সদস্য জনাব এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলন কালীন সময়ে স্বৈরাচার একনায়কতন্ত্র শাসক শেখ হাসিনার পক্ষে হয়ে ফেইসবুকে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন উসকানি মুলুক কথাবার্তা বলার পরেও কেন তার নাটক মঞ্চস্থ করার অনুমতি দেওয়া হলো। সে ব্যাপারে একাডেমির মহাপরিচালক কে কারণ দর্শাও নোটিশ দেওয়া হউক।
ফ্যসিবাদের কোন উচছিষট ভোগিরা কোন ষড়যন্ত্রের সুযোগ যেন না পায়
স্বৈরাচারের দোসরদের বাংলার জমিনে শাস্তি হওয়া উচিত