বিনোদন
ফেরার চেষ্টায় নোবেল
স্টাফ রিপোর্টার
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’র মাধ্যমে ব্যাপক পরিচিত পান মাইনুল আহসান নোবেল। পরবর্তীতে অবশ্য নানা নেতিবাচক ঘটনা ঘটিয়ে শ্রোতাদের সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি। কিংবদন্তিদের নিয়ে কটূক্তি ও মাদকাসক্ত তকমা পেয়ে হারিয়ে যেতে বসেন তিনি। তবে সম্প্রতি নতুন করে ফেরার চেষ্টা করছেন নোবেল। এবার নিজের চিরচেনা মঞ্চে ফিরলেন নোবেল। পারফর্ম করলেন মঞ্চে, গাইলেন গান। মাতালেন দর্শক। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন গায়ক। যেখানে তাকে মঞ্চে গান গাইতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে নোবেল জানিয়ে দেন, এই মঞ্চই তার ঠিকানা। নোবেলের ছবিগুলো দেখে তাকে সাদরে গ্রহণ করেছেন ভক্ত অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা। সম্প্রতি নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল অভিযোগ করেন, নোবেল এখনো মাদকাসক্ত। রিহ্যাব থেকে ফিরেও শোধরাননি। এমনকি ৪/৫ জন বান্ধবীও রয়েছে তার মাদকের আড্ডায়। নোবেল অবশ্য সালসাবিলের মন্তব্যের বিপরীতে কিছু বলতে চাননি। কিছুদিন আগে নিজের ভুল স্বীকার করে গায়ক জানিয়েছেন, অতি অল্পতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে সেটা ধরে রাখতে পারেননি তিনি। তবে আবারো গানে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন এই গায়ক।