বিনোদন
সালমানকে হত্যার হুমকি, ক্ষমা চাইলেন বিষ্ণোই গ্যাংয়ের সেই সদস্য
বিনোদন ডেস্ক
(৭ মাস আগে) ২৩ অক্টোবর ২০২৪, বুধবার, ১:২৫ অপরাহ্ন

লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য পাঁচ কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয় সালমান খানকে। গত সপ্তাহে এই হুমকি বার্তা দেওয়া হয় মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে। এবার ক্ষমা চাইলেন সেই হুমকি বার্তার প্রেরক। জানা যায়, মুম্বই পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন সেই ব্যক্তি। তিনি জানিয়েছেন, ভুলবশত সেই হুমকি বার্তা পাঠিয়ে ফেলেছিলেন তিনি। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে উল্লেখ করেছিলেন সেই ব্যক্তি। হুমকির চিঠিতে তিনি লিখেছিলেন, সালমান খান যদি পাঁচ কোটি টাকা না দেন তবে ভয়ঙ্কর পরিণতি হবে তার। বাবা সিদ্দিকির সঙ্গে যা হয়েছে, তার থেকেও খারাপ কিছু ঘটে যেতে পারে তার সঙ্গে। এবার জানা গেলো, এই হুমকি পাঠানোর কয়েকদিনের মধ্যেই মুম্বই ট্রাফিক পুলিশকে আরও একটি মেসেজ পাঠান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ওই সদস্য। দুঃখপ্রকাশ করে তিনি জানান, ভুলবশত ওই হুমকি মেসেজ পাঠিয়ে ফেলেছিলেন। নম্বর ট্রেস করে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ড থেকে এই হুমকি পাঠানো হয়েছিল। সেখানে মুম্বই পুলিশের একটি টিম পাঠানো হয়।