বিনোদন
বাবা সিদ্দিকি হত্যার পর সালমান খানের বাড়ির নিরাপত্তা জোরদার
বিনোদন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ১১:৪৫ পূর্বাহ্ন
শনিবার মুম্বইয়ের বান্দ্রার একটি রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। তার উপর গুলি চালায় তিন দুষ্কৃতী। লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। জানা যায় গ্রেপ্তার হওয়া দুই জন নিজেদের মুম্বইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। এরপর থেকে নড়েচড়ে বসেছে বলিউডসহ ভারত প্রশাসন। সতর্ক হয়েছেন সালমান খান। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড ভাইজানের বাড়ির চারপাশ। এরমধ্যেই সালমানের অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা জোরদারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে সুরক্ষা কর্মীদের দেখা গেছে সাধারণ সময়ের থেকে আরও বেশি। পুলিশ সূত্রে জানা যায়, বাবা সিদ্দিকিকে গুলি করার সঙ্গে তিন ব্যক্তি জড়িত। এরই মধ্যে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় ব্যক্তি পালিয়ে গেছেন। গ্রেপ্তার দুজন গুরমেল সিং (২০) এবং ধরমরাজ কাশ্যপ (২০)। রোববার লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্যের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বলা হয়েছে, বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দাউদ ইব্রাহিমের মতো আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে যোগযোগ রাখার কারণে বাবা সিদ্দিককে টার্গেট করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করেছে তারা। তদন্তে জানা গেছে, এই হত্যা পূর্বপরিকল্পিত। অভিযুক্তদের অগ্রীম টাকা দেয়া হয়েছিল কয়েক দিন আগে। এরপর তাদের অস্ত্র সরবরাহ করা হয়েছিল। সিদ্দিকির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি ১৫ দিন আগে হত্যার হুমকি পেয়েছিলেন এবং তাকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছিল। তবে বিষ্ণোই গ্যাং থেকে কোনো হুমকি পাওয়ার কথা পুলিশকে জানানো হয়নি।