বিনোদন
সুখবর দিলেন মাসাবা
বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, সোমবার
সুখবর দিলেন অভিনেত্রী নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসকন্যা মাসাবা গুপ্ত। এ অভিনেত্রী মা হয়েছেন। তার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় একটি পদ্ম ফুল ও চাঁদের ছবি পোস্ট করে মাসাবা ও তার স্বামী সত্যদীপ মিশ্র লিখেছেন, আমাদের ছোট্ট মেয়ে খুব বিশেষ দিনে আমাদের কোলে এসেছে। ১১.১০.২০২৪। গত বছর জানুয়ারি মাসে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন মাসাবা।