বিনোদন
শাকিবের মামলা খারিজ
স্টাফ রিপোর্টার
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবারচলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। প্রযোজকের আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে করা শাকিবের মামলাটি সত্য প্রমাণিত হয়নি। এদিকে মামলার পুনঃতদন্ত চেয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন শাকিবের আইনজীবী খায়রুল হাসান। গত বছরের ২৩শে মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর নামে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে ২৬শে এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর ২৭শে মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব আরও একটি মামলা করেন। ঢাকার
সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ৬ই জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। জানা গেছে, তদন্তের পর চলতি বছরের ২৪শে এপ্রিল মামলার তদন্দকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। তবে প্রযোজক রহমত উল্লাহ’র বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৫/২৯ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরবর্তীতে প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নায়কের আইনজীবী খায়রুল হাসান। কিন্তু গত ১লা সেপ্টেম্বর অসুস্থ থাকার কারণে নারাজিতে উপস্থিত থাকতে পারেননি শাকিব। এ প্রেক্ষিতে বাদীপক্ষ নারাজি প্রদানে সময় চেয়ে আবেদন করেন। কিন্তু ট্রাইব্যুনাল সময়ের আবেদন নামঞ্জুর করে খারিজ করেন মামলাটি। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।