ঢাকা, ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বিনোদন

বন্যার্তদের পাশে সালমা

স্টাফ রিপোর্টার
৭ অক্টোবর ২০২৪, সোমবার
mzamin

শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেরপুর-ময়মনসিংহসহ আরও কয়েকটি জেলায়। এ দুর্যোগে তাদের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। তার সামাজিক সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ইতিমধ্যে ১৫-২০ সদস্যের টিম কাজ করছে বন্যার্ত অঞ্চলে। খাদ্য থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করছেন তারা। এ ছাড়াও গতকাল ময়মনসিংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি নিজেও। এর আগে এক 
ফেসবুক লাইভে তিনি বলেন, ময়মনসিংহ, হালুয়াঘাট, নালিতাবাড়ী, শেরপুরসহ অনেক জায়গার অবস্থা অনেক খারাপ। আপনারা সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন। এ সময় তিনি সকলকে অনুরোধ করে বলেন, আপনারা সকলেই যার যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আমাদের জীবনটা ছোট। কে কখন বিপদে পড়বেন কেউ জানি না। সেখান থেকে উদ্ধার করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। তাই আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি। আপনারাও এগিয়ে আসুন।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status