ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

‘ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে’

স্টাফ রিপোর্টার
৭ অক্টোবর ২০২৪, সোমবার
mzamin

নায়করাজ রাজ্জাকের পর বাংলা সিনেমায় সফলতা অর্জন করেছেন তার ছেলে বাপ্পারাজও। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক তিনি। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে পর্দায় আসেন বাপ্পারাজ। এরপর অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। বর্তমানে ক্যামেরা থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝেই নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিনেতা লিখেন, কতোদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না। এ বিষয়ে বাপ্পারাজ বলেন, আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে, বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। মাঝে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি এ রকম হয়ে গিয়েছিল। আমাদের জোর করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতো। কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে শিল্পী সমিতিতে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো! বাপ্পারাজ বলেন, আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলবো না।  কাজের থেকে তোষামোদিই এখানে বেশি করা হয়। অভিনেতা বলেন, আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সিনেমা বানানোর লোক দরকার। এখানে ধান্দাবাজ লোক বেশি। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে। দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না, কথা বলতে পারছে না।

পাঠকের মতামত

চলচ্চিত্র ও নাট্য জগতের শিল্পীগণ নিলর্জ্জ, বেহায়ার মতো ফিল্মে অভিনয়ের চেয়ে তাদের লোভ ছিল কিভাবে আওয়ামী লীগের অধীনে ভোট ছাড়া সহজে এমপি হাওয়া যায় তাই ৯০% শিল্পীগণ তাদের পেশায় মনোযোগ না দিয়ে সরকারের চামচা গিরিতে ব্যস্ত ছিলেন যে কারণ চলচ্চিত্র প্রেমিদেরও বুঝতে বাকী ছিল না,এই শিল্পী সমিতি আওয়ামী লীগের একটি অংগ-সংঘটনে পরিনত হয়েছিল। তাই বাপ্পারাজ কে অনুরোধ করবো এখন সময় এসেছে চলচ্চিত্র কে বাঁচানোর জন্য বিগত বছরের লোভহীন শিল্পী দের নিয়ে একত্রে বসে সিদ্ধান্ত নিতে হবে চলচ্চিত্রের ভবিষ্যতের ব্যাপারে।

Shahid Uddin
৭ অক্টোবর ২০২৪, সোমবার, ১০:৪৬ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status