বিনোদন
নতুন গানে ঝিলিক
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবারদেশের সার্বিক পরিস্থিতির কারণে গত দুই-তিন মাস ধরেই স্থবির অবস্থা বিরাজ করছিল সংগীতাঙ্গনে। তবে ধীরে ধীরে তা স্বাভাবিক হওয়া শুরু করেছে। স্টেজ শো পুরোপুরি শুরু না
হলেও নতুন গানের কাজ করছেন সংগীত সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিকও
গানের কাজ শুরু করেছেন। সম্প্রতি নতুন একটি গানও প্রকাশ হয়েছে তার। গানের শিরোনাম ‘তোমাকে চাই ২.০’। অনুপম মিউজিকের ব্যানারে ভিডিওসহ প্রকাশ হওয়া এ গানটিতে ঝিলিকের সহশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। মনিরুজ্জামান মনিরের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাকিব মোসাব্বির। আর ভিডিও নির্মাণ করেছেন সোৗমিত্র ঘোষ ইমন। এতে অভিনয় করেছেন আফরিয়া রোজা ও নিপুণ রাজ। নতুন গান প্রসঙ্গে ঝিলিক বলেন, গানটি একদিন আগেই প্রকাশ হয়েছে। যদিও কাজটি আগের করা। ভালো লাগছে অনেক দিন পর নতুন একটি গান এলো বলে। গানটিতে আমার সহশিল্পী রাজীব ভাই। সব মিলিয়ে এটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। এদিকে এর বাইরে ঝিলিক সম্প্রতি নতুন আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন। তবে সে বিষয়ে বিস্তারিত বলতে চান না তিনি। ঝিলিক জানালেন, আরও কয়েকটি গান তৈরি হয়ে আছে তার প্রকাশের জন্য। সেগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে ভিডিওসহ। গান রেকর্ডিংয়ের পাশাপাশি তিনি ব্যস্ত রয়েছেন টিভি অনুষ্ঠানগুলো নিয়ে।