বিনোদন
‘তুফান-২’ নিয়ে শাকিবের বার্তা
স্টাফ রিপোর্টার
৫ অক্টোবর ২০২৪, শনিবারগেল ঈদে ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিলেন শাকিব খান। বুধবার ছবিটির নির্মাতা রায়হান রাফী জানান, আগামী কোরবানি ঈদে ‘তুফান’ আসছে। কিন্তু তাতে লাগাম টানলেন শাকিব। জানালেন, আগামী কোরবানিতে ‘তুফান’ এর সিক্যুয়েল আসার কোনো সুযোগ নেই। শাকিব বলেন, তুফান-২ হবে আরও পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে।