বিনোদন
প্রতিবাদী এনটিআর
বিনোদন ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, শনিবার
সম্প্রতি ভারতের তেলেঙ্গানার মন্ত্রী কোন্ডা সুরেখা অভিযোগ করেছিলেন, সামান্থা এবং নাগা চৈতন্যের মধ্যে বিবাহবিচ্ছেদের মূল কারণ বিআরএস নেতা কেটি রামা রাও। এবার দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর তেলেঙ্গানার মন্ত্রী সুরেখার ভিত্তিহীন বক্তব্যের জন্য প্রতিবাদ জানিয়েছেন। এনটিআর বলেন, ব্যক্তিগত জীবনকে রাজনীতিতে টেনে আনা ঠিক না এবং দায়িত্বশীল পদে থেকে জনসাধারণের গোপনীয়তার জন্য মর্যাদা এবং সম্মান বজায় রাখতে হবে।