বিনোদন
ওয়েব ফিল্মে সামিরা
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার
২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সামিরা সৈয়দ। এরপর একটি টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তবে অভিনয়ের চাইতে সেই সময়ে মডেলিংটাকেই বেশি প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যান সামিরা। র্যাম্প, টিভিসিসহ মডেলিংয়ের প্রতিটি ক্ষেত্রে ব্যস্ত হতে থাকেন। মধ্যে বিরতির পর ২০১৮ সাল থেকে টানা মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন সামিরা। নিজেকে দেশের অন্যতম শীর্ষ মডেলে পরিণত করেছেন। এদিকে নতুন খবর হলো, এবার একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি। নাম ‘মির্জা’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার হিরু খান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। রয়েছেন পারসা ইভানাও। আর এতেই একজন স্মাগলারের ভূমিকায় দেখা মিলবে সামিরার। এ বিষয়ে সামিরা বলেন, এতদিন বেশকিছু প্রস্তাব থাকলেও সেগুলো শতভাগ মনের মতো না হওয়ায় কাজ করিনি। মডেলিং নিয়েই ছিলাম, আছি। তবে ‘মির্জা’র চরিত্র, গল্প এবং নির্মাণ পরিকল্পনা খুব মনে ধরায় কাজটি করে ফেললাম। বিশেষ করে সুমন আনোয়ার ভাই খুব ভালো
একজন পরিচালক, সেটা আগে শুনেছিলাম। এবার কাজ করতে গিয়েই বুঝলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে এটি। চলতি বছরের শেষের দিকে বঙ্গ ওটিটি থেকে এটি উন্মুক্ত হবে। এদিকে ভবিষ্যতে অভিনয় বিষয়ে সামিরা বলেন, খুব ভালো কাজ হলে করবো। গতানুগতিক কাজ করতে চাই না। মডেলিং নিয়ে আমি বেশ ভালো আছি। এটাই চালিয়ে যেতে চাই। পাশাপাশি অভিনয়ে মনের মতো সুযোগ পেলে করবো। সিনেমার ক্ষেত্রেও তাই। তবে বাণিজ্যিক নয়, একটু ভিন্ন ঘরানার ছবিতে প্রস্তাব পেলে কাজ করবো।