বিশ্বজমিন
লেবানন, গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরাইল
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

লেবাননে, গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তারা হিজবুল্লাহর গোয়েন্দা বিষয়ক প্রধান কার্যালয়ে হামলার দাবি করেছে। একই সঙ্গে গাজায় হামলা চালাচ্ছে। এরই মাঝে বিবিসি বলেছে, সিরিয়ায় একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ বড় আকারে বিস্ফোরণ হয়েছে। তবে কিভাবে তা হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহর কমান্ড সেন্টারে ‘সন্ত্রাসী অপারেটিভদের ইউনিটে’ হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরকে টার্গেট করে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এ অবস্থায় তিন দিনের জন্য ইরান, ইরাক ও জর্ডানে ফ্লাইট বাতিল করেছে এমিরেটস। কারণ, হিসেবে তারা আঞ্চলিক অস্থিরতাকে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দুবাই হয়ে ইরাক, ইরান ও জর্ডানে ট্রানজিট বন্ধ থাকবে। গত সপ্তাহে কমপক্ষে ৮ই অক্টোবর পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে ফ্লাইট বাতিল করে এমিরেটস। ওদিকে দক্ষিণ লেবানন থেকে আরও অধিবাসীকে সরে যেতে সতর্ক করেছে ইসরাইল। কয়েক ডজন এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলেছে তারা। এমন এলাকার সংখ্যা কমপক্ষে ২৫টি। তারা বলেছে, এসব এলাকার মানুষকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যেতে হবে। তবে দক্ষিণে যাওয়া চলবে না। দক্ষিণ দিকে অগ্রসর হলে তা বিপদ ডেকে আনতে পারে।